FCPS Part-1 Obstetrics & Gynecology Regular Batch: A Pioneer Batch in FCPS-1 ObsGyn

Obs Gyn Postgraduation এ আমরা অনেককিছুতেই pioneer. আমরাই প্রথম DC Dutta থেকে কনসেপশন ক্লিয়ার করে পড়ানো শুরু করেছি।

Postgraduation একটা lifestyle! শুধু পার্ট ১ পাশই নয় আরও অনেককিছু শিখবেন জানবেন কনফিডেন্স পাবেন

প্রতিটা টপিককে সহজবোধ্য আর ভালো রেসিডুয়াল তৈরির উদ্দেশ্যে আমাদের ক্লাসের সংখ্যা বেশি।প্রতিটা ক্লাস এভারেজ ১.৫ ঘন্টার হয়ে থাকে। প্রয়োজনে ক্লাস সংখ্যা বাড়িয়ে নেই আমরা কিন্তু লম্বা বেশি করিনা।

বেসিক ক্লিয়ার করে পড়লে পড়াটা অনেক স্থায়ী হয় এবং সব পরীক্ষায় কাজে আসে।

যাঁরা ফ্রেশার তাঁরা কাদামাটির মত.. তাঁদের শেইপ করতে আমাদের কার্যক্রম একদম যেন কারিগরের মত!

যাঁরা বিভিন্ন কারণে পড়ার সময় পাননা তাঁদের জন্য আমাদের কার্যক্রম খুব কার্যকরী!

যাঁদের অর্থসংকট রয়েছে তাঁদের জন্য আরামদায়ক! আমাদের এডমিশন ফি ক্লাসের সংখ্যা আর কোয়ালিটি অনুযায়ী বেশ কম। ইন্সটলমেন্ট এরও সুবিধা রয়েছে। ইন্টার্নদের জন্য বিশেষ ছাড় থাকে।

যাঁরা পরীক্ষা দিবেনা কিন্তু শিখতে জানতে চায় তাঁরাও আমাদের ব্যাচে ভর্তি হয়।
আমাদের ক্লাস লাইভে হয় এবং পরবর্তীতে তা রেকর্ডেড থাকে। Class গুলো interactive হয়.. টাস্ক থাকে। অনেকরকম উপহার পাওয়ার সুযোগ থাকে।
আমাদের কোন শীট/গাইড নেই।
মেইন বই আমাদের মূল মেটেরিয়াল। সাথে বেশ কিছু PDF. বই পড়তে হবে শুনে ভয় পাবেননা। সহজ করার দায়িত্ব মেন্টরদের।

শেষ ২০ দিন কিংবা ১.৫ মাস আমরা একটা আলাদা গ্রুমিং কার্যক্রম রাখি যেখানে লং ব্যাচের সকল পরীক্ষার্থীদের আমরা পরীক্ষা পর্যন্ত একদম ফুলের টোকাও লাগতে দেইনা এতটাই আগলে গ্রুমিং করি।
DC Dutta সবগুলো অধ্যায় পড়ানো হবে
Jeffcoate’s থেকে রিলেটেড টপিকগুলো ক্লাসে বলে দেওয়া হবে
লেটেস্ট আপডেটগুলো জানানো হবে
গাইডলাইন যেগুলো লাগে ওগুলো বলা হবে
When to Register : Upto 31.08.25
ক্লাসের সময়:
বিভিন্ন সময়ে ক্লাস হবে। আগেই জানানো হবে। বেশিরভাগ ক্লাস রাতে হবে।
ক্লাস করবেন। ক্লাস করবেন। ক্লাস করবেন।
বই তখন সহজবোধ্য হবে। মেইন বই কিভাবে পড়ব এই ভয় থাকবেনা
কিছুই নেই ! কি করবেন!
হতাশ হবেননা। ক্লাস শুরু করেন, বাকি ব্যবস্থা হয়ে যাবে।
ক্লাসগুলো FB LIVE এ হচ্ছে আপাতত তবে শীঘ্রই Website এ ঢুকে যাবে।
যে কোন জিজ্ঞাসা/ ভীতি/ কনফিউশন পোস্ট করবেন কিংবা কমেন্ট করবেন।
⚠️ক্লাস রেকর্ড করার চেষ্টা করা / কপি করার চেষ্টা করা / প্রশ্ন বাইরের কারও সাথে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
❌❌ Website এ ক্লাস শুরু হবে কিছুদিন পর। এখন facebook এ হবে। ফেইসবুকের সেকেন্ডারি আইডি এলাউ করা হবেনা।
❌❌সদ্য খোলা (মাত্র কয়েক মাস) আইডি এলাউ করা হবেনা
❌❌যে আইডিতে কোন ইনফরমেসন নেই/ একটিভিটি নেই/ কারও সাথে ইনটেরেকশন নেই ওগুলো এলাউ করা হবেনা।
‼️এ বিষয়ে কোন বাক বিতণ্ডা করা যাবেনা।
🌸Batch Twilight
🔻Token Money: ৮৫০০ টাকা + বিকাশ চার্জ Total= ৮৬৭০
🟪 ইনসটলমেন্টে এর নিয়ম- Installment এর নির্ধারিত সময় বেধে দেওয়া আছে। যেমন নিয়ম বলা থাকবে এমাউন্ট সঠিকভাবে সঠিক সময়ের ভেতর দিতে হবে। সময়মত দেওয়া না হলে পূর্ববর্তী ও রানিং সকল ক্লাস / পরীক্ষার এক্সেস থেকে রিমুভ করে দেওয়া হবে।
নির্ধারিত সময়ের পরে পে করলে অবশ্যই প্রতি installment এ ১০০ টাকা লেইট ফি লাগবে।
❇️Twilight Installments:
🔴 Discount কে পাবেন?
🟡 Old Long Wing Student (Aura/Aura X/Melody/Melody X/Aroma/Aroma X) লং ব্যাচে যাঁরা ছিলেন এবং পেমেন্ট ক্লিয়ার ছিল তাঁরা ১০০০ টাকা ডিসকাউন্ট পাবে। এর ও আগের লং ব্যাচে যারা ছিলেন ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন।
🟡 Intern Doctors শুধু লং ব্যাচে ১৫০০ টাকা ডিসকাউন্ট পাবে। তবে শুধুমাত্র যাঁদের ইন্টার্নি ৩০ সেপ্টেম্বর এর পর শেষ হবে তাঁরা ডিসকাউন্ট পাবেন। অফিশিয়াল ডকুমেন্ট লাগবে। (eg. Intern ID Card/BMDC no/Joining Order)
Course duration: relevant পরীক্ষা পর্যন্তক্লাস কোর্সের শেষদিন পর্যন্ত রেকর্ডেড থাকবে ।
⚫️লাইভ ক্লাস করবেন। নাহলে জমালে পরে কুলাতে পারবেননা ।
⚫️ লং ব্যাচে সব টপিকের উপর পরীক্ষা হব্ যেগুলোর প্রশ্ন Exam Batch এর প্রশ্ন হতে আলাদা।
⚫️ Each Class: 60-120min on Avg.
⚫️ Weekly 3-5 Classes
⚫️ Most Classes are after 7PM on a schedule
🎓রেজিস্ট্রেশনের নিয়ম-
নিচের যে কোন নম্বরে Send Money করবেন. Bkash এ অসুবিধা হলে রকেট/নগদ ব্যবহার করবেন। Bank Transfer করতে চাইলে জানাবেন।
🔵 01841929196 (bKash, Nagad & Rocket -Personal)
🔵 01670236076 (bKash, Nagad & Rocket -Personal)
🔵 01835643620 (bKash Personal)
🔵 01687724479 (bkash Personal)
🟥রেফারেন্সে আপনার নাম ও ব্যাচ নাম লিখবেন।(bKash/Nagad/Rocket App এ possible) eg. আপনার নাম Twilight
ভুল করে লিখিনি / ভুলে গিয়েছি এরকমটা বললে পেমেন্ট বাতিল হবে। ঠিকমত instructions ফলো করে লিখবেন। না পারলে জানাবেন।
পেমেন্ট করার আগে নিচের নিয়ম ভালো করে পড়বেন।
🟥পেমেন্ট করে (Send Money) সফল Send Money এর স্ক্রিনশট পাঠাবেন -
Merliah Oceana
https://www.facebook.com/share/16nsAHGrUL/?mibextid=wwXIfr
🟥Screenshot / ছবি না দিলে পেমেন্ট বাতিল বলে গণ হবে। দোকান থেকে পে করলে ছবি তুলে আনবেন। ভুলে গেলে পেমেন্ট বাতিল বলে গণ্য হবে
🟥পেমেন্ট করার আগে / পরে কোন ফোন দিতে হবেনা। Screenshot details check করে ব্যাচ শুরু হওয়ার আগে গ্রুপে এড হয়ে যাবেন।
🟥যদি কোন আর্জেন্সি থাকে তাহলে মেইন গ্রুপে সরাসরি পোস্ট দিবেন। সাথে লিখে দিবেন যেন পোস্টটা এপ্রুভ করা না হয়। তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
🟥পেমেন্ট নন রিফান্ডেবল। তাই কনফার্ম হয়ে পে করবেন। ক্লাস শুরু হোক / না হোক পেমেন্ট রিফান্ড হবেনা।
⭕️⭕️লং ব্যাচ থেকে ক্লিনিকাল ব্যাচে সুইচ হবেনা । তবে ক্লিনিকাল হতে লং ব্যাচে বাড়তি টোকেন মানি দিয়ে জয়েন করা যাবে।
🟥কিছু বুঝতে না পারলে জানতে চাইবেন । নিজের মত ভেবে নিবেননা।
©️ PPLC by Team Rafaa